Let’s connect with JAABS

"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ন্যায্য দাবীর সাথে আইবিএ - জেইউ এলামনাই এসোসিয়েশন 'জ্যাবস্' এর সংহতি প্রকাশ

  • 19 Jul, 2024

"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ন্যায্য দাবীর সাথে আইবিএ - জেইউ এলামনাই এসোসিয়েশন 'জ্যাবস্' এর সংহতি প্রকাশ

আইবিএ-জেইউ (ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এর এলামনাই এসোসিয়েশন 'জ্যাবস্' এর সকল সদস্য ব্যক্তিগতভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর প্রতি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আন্দোলনের এই পর্যায়ে সকল সাহসী, দৃঢ় ও প্রতিবাদী শিক্ষার্থীদের আন্দোলনকে শান্তিপূর্ণ উপায়ে সফল করতে 'জ্যাবস্' শিক্ষার্থীদের ন্যায্য দাবীর সাথে সংহতি প্রকাশ করছে, সেই সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছে।

পক্ষে,

প্রেসিডেন্ট, জ্যাবস