Let’s connect with JAABS

"JAABS এলামনাই নাইট ২০২৩" উদযাপন

  • 28 Nov, 2023

**জমকালো আয়োজনে "JAABS এলামনাই নাইট ২০২৩" উদযাপন

আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন JAABS সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে উদযাপন করেছে "JAABS এলামনাই নাইট ২০২৩"। দেশী বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং নিজস্ব উদ্যোগে পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠানের আড়াইশর বেশি এলামনাই অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। জ্যাবস্ এর প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তািফজুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে পরিচালিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেড এর চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী। নিজ নিজ পেশায় সফলতা অর্জনের জন্য দশ জন এলামনাইকে "জ্যাবস্ শাইনিং স্টার", একজনকে "জ্যাবস্ পোল স্টার" এবং একজনকে "জ্যাবস্ রকস্টার" এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ব্যান্ড দল মাইলস্ এর মনকাড়া কনসার্ট ও আকর্ষণীয় র‍্যাফল ড্র। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া। সঙ্গে ছিল দারাজ। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার জুন ফাইভ কমিউনিকেশনস